বিএমইউতে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় পর্যায়ে স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে একটি কর্মশালা recently অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

কর্মশালায় স্বাস্থ্যখাতে গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সহায়ক হবে।
https://medivoicebd.com/article/33544/বিএমইউতে-জাতীয়-পর্যায়ের-স্বাস্থ্য-গবেষণার-চাহিদা-ও-অগ্রাধিকার-নির্ধারণে-কর্মশালা

参考资料

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sitemap Index